Wellcome to National Portal
Main Comtent Skiped

Achivement

বিআরডিবি সরকারের পল্লী উন্নয়ন নীতি ও কৌশলের সাথে সংগতি রেখে পল্লীর ক্ষুদ্র ও সম্পদহীন দরিদ্র্য জনগোষ্ঠীকে সমবায় সমিতি ও অনানুষ্ঠানিক দলের আওতায় সংগঠিত করে সমন্বিত পল্লী উন্নয়নের লক্ষ্যে  রাজশাহী জেলায় চলমান নিম্নোক্ত প্রকল্প/ কর্মসূচির মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাজশাহী জেলায় চলমান প্রকল্প/কর্মসূচির নাম:

১। মূল কর্মসূচি (আবর্তক কৃষি ঋণ, নিজস্ব তহবিল,  ব্যাংক ঋণ ফসলী, ব্যাংক ঋণ মেয়াদী)

২। সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচি (সদাবিক)

৩। মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ)

৪। পল্লী জীবিকায়ন কর্মসূচি (পজীক)

৫।পল্লী প্রগতি প্রকল্প

৬। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান কর্মসূচি

৭। দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শষ্য উৎপাদন ও বাজারজাতকরন কর্মসূচি

৮। পিআরডিপি-৩

৯। আদর্শ গ্রাম-২

১০। গুচছগ্রাম

১১। কোভিড-১৯ প্রণোদনা: পল্লী উদ্যোক্তা ঋণ